203 কে n দ্বারা ভাগ করলে 17 অবশিষ্ট থাকে। অর্থাৎ 203 থেকে 17 বাদ দিলে যে সংখ্যা থাকে, তা n দ্বারা নিঃশেষে বিভাজ্য।
203-17= 186
203 এর জন্য সম্ভাব্য সংখ্যা গুলো এমন হবে যে, ঐ সংখ্যা গুলো দ্বারা 186 কে নিঃশেষে ভাগ করা যায় কিন্তু 17 কে ভাগ করা যায় না।
186 এর উৎপাদক গুলো-{ 2, 3,31,93}
17 মৌলিক সংখ্যা হওয়ায় কোনটা দ্বারাই ভাগ হয় না।
তদ্রুপ, 296-17= 279 এর উৎপাদক-{3,31,93}
কমন উৎপাদক হলো {3,31,93}
শর্তসাপেক্ষে n দুই অংক বশিষ্ট সংখা। তাই n এর সম্ভাব্য মান 31, 93