পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটি অসম নিউক্লিয়াস তৈরি করে। এর মধ্যে বড় নিউক্লিয়াসটি নালিকা নিউক্লিয়াস এবং ক্ষুদ্র, সামান্য বাঁকা নিউক্লিয়াসটিকে জনন নিউক্লিয়াস বলে। দ্বিনিউক্লিয়াস অবস্থায় পরাগধানী থেকে পরাগরেণু বের হয়ে এসে পরাগায়ণ ঘটায় বলে অন্তঃত্বক বৃদ্ধি পয়ে বাড়তে থাকে যা পরাগনালিকা নামে পরিচিত। পরাগনালিকার মাধ্যমে পুং গ্যামেট ডিম্বাশয় পর্যন্ত পৌঁছায়।