পুং গ্যামেট ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেট সেকেন্ডারী নিউক্লিয়াস এর মিলনের ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয়। একইসাথে সেকেন্ডারী নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থানপ্রাপ্ত হয়। কারণ এতে দুই মেরু নিউক্লিয়াস ও একটি পুং নিউক্লিয়াসের মিলন ঘটে। এজন্য সস্য ট্রিপ্লয়েড অবস্থাপ্রাপ্ত হয়।