এসিডের শক্তি বলতে তার pH কে বোঝায়। pH এর সংজ্ঞা হল, pH=−log[H+]pH=−log[H+] অথবা pH=−log[H3O+](base10)pH=−log[H3O+](base10) . অর্থাৎ, জলীয় দ্রবণে এই এসিডের থেকে উৎপন্ন হাইড্রোজেন+ এর concentration ( যেমন, প্রতি লিটার-এ কত পরিমাণ H+ রয়েছে) হল এসিডের শক্তির পরিমাপ। এর সাথে কোনো বস্তুকে গলানোর ক্ষমতার কোনো সম্পর্ক নেই।
হাইড্রোফ্লুরিক এসিডের জলীয় দ্রবণে H+ concentration অন্য বহু এসিড ( যেমন হাইড্রোক্লোরিক এসিড) - এর থেকে কম। তাই একে তুলনামূলক দুর্বল এসিড বলা হয়।
এবার আসি কাঁচ গলানোর প্রসঙ্গে। হাইড্রোফ্লুরিক এসিড (HF) - এর ফ্লোরিন ( F- ion) খুব সহজেই কাঁচের মধ্যে থাকা সিলিকন (Si) -এর সাথে বিক্রিয়া ঘটিয়ে H2SiF6H2SiF6 নামক একটি যৌগ তৈরি করে, যাকে আমরা 'কাঁচ গলে যাওয়া' বলি।