পেরিফেরাল নিউরোপ্যাথির সবচাইতে প্রভাবশালী কারণ হলো ডায়াবিটিস। এর অন্যান্য কারণগুলো নিচে বলা হলো:
ভিটামিনের মাত্র কমে যাওয়া।
স্নায়ুতে আঘাত।
মদ্যপানে আসক্তি।
সংক্রমণ যেমন, লাইম অসুখ এবং ডিপথেরিয়া।
রক্তনালীতে প্রদাহ।
ক্রনিক যকৃতের অসুখ।
ক্রনিক কিডনীর অসুখ।
রিউমাটয়েড বাত।
এইচআইভি, হারপিস এবং ভারিসেলা-জোস্টার ভাইরাস সংক্রমণ।
শরীরে অতিরিক্ত বিষাক্ত পদার্থ যেমন, আর্সেনিক, মার্কারী এবং লেড।
©Sajal ojha