মূল উপসর্গ হল শরীরের কিছু অঙ্গ বা শরীরের সমস্ত অঙ্গ নড়াচড়া করার অক্ষমতা। এটির সুত্রপাত হয়তো আস্তে আস্তে বা হঠাৎ করে হয়। উপসর্গগুলি হয়তো মাঝে মাঝে দেখা দিতে পারে। মুখ্যভাবে আক্রান্ত অঙ্গগুলি হল:
মুখের অংশ।
পায়ের উপরের দিক।
একটা পায়ের উপরের বা নীচের দিক (মোনোপ্লেজিয়া)।
শরীরের একটা দিক (হেমিপ্লেজিয়া)।
দুটো পায়েরই নীচের দিকে (প্যারাপ্লেজিয়া)।
চার হাত-পা (কোয়াড্রিপ্লেজিয়া)।
শরীরের সমস্ত আক্রান্ত অঙ্গ কঠিন অথবা আলগা বোধ হতে পারে, সেখানে সংবেদনের অভাব দেখা দিতে পারে বা কখনও কখন সেগুলি বেদনাদায়কও হয়ে উঠতে পারে।
©️Sajal ojha