অ্যাসাইটিসের উপসর্গগুলি তার কারণ অনুযায়ী ধীর ও তাৎক্ষণিক হতে পারে। যদি জল জমার পরিমান কম হয় তবে বিশেষ কোন উপসর্গ নাও থাকতে পারে। যাইহোক, জল জমার পরিমান বেশী হলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
অন্যান্য উপসর্গগুলো হল-
1.পেটে ফোলাভাব বা ফেঁপে ওঠা।
2.বুকে জল জমা।
3.ওজন বেড়ে যাওয়া।
4.পেট ভার হয়ে থাকা।
5.শরীর ফুলে যাওয়া।
6.শরীর ভারী হয়ে যাওয়া।
7.বমি বমি ভাব বা বদহজম।
8.বমি করা।
9.হাঁটুর নীচ থেকে ফুলে যাওয়া।
10.পাইলস।
11.যদি অ্যাসাইটিসের সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তবে আরও অন্য যেসব রোগ হতে পারে:
12.ব্যাক্টেরিয়াল পেরিটোনাইটিস।
13.ডিলিউশনাল হাইপোনেট্রিমিয়া।
14.হেপাটোরেনাল সিনড্রোম।
15.আম্বিলিকাল হার্নিয়া।
source: ansbangla.com