অ্যাসাইটিস অনেকগুলি কারণের জন্য হতে পারে। এর মধ্যে সিরোসিস খুব সাধারণ কারণ, যা শরীরের রক্ত প্রবাহে বাঁধা হয়ে দাঁড়ায়, ফলে লিভারের রক্তপ্রবাহী ধমনীতে চাপ সৃষ্টি হয়। যেহেতু কিডনির অতিরিক্ত লবণ শরীর থেকে বার করে দেবার পর্যাপ্ত ক্ষমতা নেই তাই শরীরে জল জমা হতে থাকে। সে কারণে অ্যাাসাইটিস হয় ও তার ফলে শরীরে অ্যালবুমিনের (রক্তের একটি প্রোটিন) মাত্রা কমে যায়। যেসব রোগে লিভারের ক্ষতি হয় তার ফলেও অ্যাসাইটিস দেখা দেয়।
উদাহরণগুলি হল:
দীর্ঘকালীন হেপাটাইটিস বি অথবা সি সংক্রমণ।
মদ্যপানে আসক্তি।
কিছু বিশেষ ক্যান্সার: অ্যাপেন্ডিক্স, কোলন বা মলাশয়, ওভারিস বা ডিম্বাশয়, প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয়, এবং লিভার।
অন্যান্য কারণগুলি হল
লিভারের শিরায় রক্ত জমাট বাঁঁধা।
কনজেসটিভ হার্ট ফেলিওর।
প্যাঙ্ক্রিয়াটাইটিস।
থলির মতো হৃদযন্ত্রের যে আচ্ছাদন থাকে তা পুরু হয়ে যাওয়া ও তাতে ক্ষত সৃষ্টি হওয়া।
source: ansbangla.com