অ্যানজাইনা হলেও এর সঙ্গে হার্ট অ্যাটাকের (heart diseases) সম্পর্ক নেই। যদিও মনে হতে পারে যে, ব্যথার চোটে বুকে দশ মণ একটি পাথর চেপে বসেছে, তবে হৃদরোগের একটি পূর্বাভাস কিন্তু হলেও হতে পারে। আসলে কোনও কারণে যখন আপনার হার্টে পাম্প করার জন্য পরিমাণ মতো রক্ত পৌঁছতে পারে না, তখন হার্টে একটি ভ্যাকুয়াম বা শূন্যতা সৃষ্টি হয় এবং তখনই যে ব্যথাটি (chest pain) অনুভূত হয়, তাকেই বলা হয় অ্যানজাইনা (angina)।
হৃৎশূল (অ্যানজাইনা) বলতে হৃৎপিণ্ডের পেশীতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা ব্যাথাবোধ করার ঘটনাকে বোঝায়। একে ইংরেজিতে চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় "অ্যাঞ্জাইনা পেকটোরিস" এবং সংক্ষেপে "অ্যাঞ্জাইনা" বলে। সাধারণত হৃৎবেষ্টক ধমনী (করোনারি ধমনী) অর্থাৎ যে ধমনীগুলি হৃৎপেশীতে রক্ত সরবরাহ করে, সেগুলিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে কিংবা ধমনীতে খিঁচুনি হলে হৃৎশূল হয়। করোনারি ধমনী অর্থাৎ হৃৎবেষ্টক ধমনীগুলিতে মূলত যে পদ্ধতিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তা হল হৃৎবেষ্টক ধমনীর ব্যাধির অংশ হিসেবে ধমনীকাঠিন্য সৃষ্টি হওয়া। অন্য যেসব কারণে হৃৎশূল হতে পারে, সেগুলি হল রক্তাল্পতা, হৃৎ-ছন্দবৈষম্য (হৃৎপিণ্ডের অস্বাভাবিক ছন্দহীনতা) এবং হার্ট ফেল।
source: ansbangla