DNA অণুতে পর্যায়ক্রমিকভাবে সজ্জিত প্রতি তিনটি নিউক্লিওটাইড -এর মধ্যে একটি গােপন কোড (সংকেত) নিহিত থাকে। DNA অণু থেকে যখন mRNA ট্রান্সক্রাইব হয় তখন এই গােপন সংকেত mRNA অণুতে চলে আসে। DNA -এর তিনটি নিউক্লিওটাইডের বিপরীতে যে তিনটি কমপ্লিমেন্টারি নিউক্লিয়ােটাইড mRNA অণুতে সজ্জিত হয় এই তিনটিকে একত্রে বলা হয় ট্রিপলেট।
জেনেটিক কোড সর্বদা তিন অক্ষর বিশিষ্ট হয় বলে ট্রিপলেট কোড বলা হয়।