থট এক্সপেরিমেন্টের জন্য ধরে নেই যে আলোর গতির চেয়ে দ্রুতগতির মহাকাশযান তৈরি করা সম্ভব হলো। তবে সম্ভব হওয়ার জন্য প্রয়োজন হবে ইমাজিনারি ভর, ঋনাত্বক শক্তি। ইমাজিনারি ভরযুক্ত কনা এখনো আবিস্কার হয়নি, এর নাম ট্যাকিয়ন।
কিন্তু যদি এসব হয়, তখন কিন্তু আমরা ভবিষ্যতে যেতে পারব না। ভর ইমাজিনারি হলে টাইম ডায়ালেশন ইমাজিনারি হবে।
তবে ভবিষ্যতে যাওয়ার জন্য আলোর গতির বেশি গতি প্রয়োজন হয়না। মোটামুটি গতি হলেই হবে, গতি কম তো ইফেক্ট কম। এক্ষেত্রে ধনাত্মক টাইম ডায়ালেশন হবে। এমন হবে যে, আপনি রকেটে চড়ে মহাকাশে ১ বছর কাটালেন। পৃথিবীতে এসে দেখলেন ১৫ বছর কেটে গেছে।