Nishat Tasnim
উঁচুনিচু বা আঁকাবাঁকা দাঁত থাকলে চিকিৎসার সময় দাঁতে ব্রেস বা ক্লিপ লাগিয়ে বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়। ব্রেসের মাধ্যমে চিকিৎসা করা হয় বলে একে ব্রেস সিস্টেম বলা হয়। এর অপর নাম অর্থোডন্টিক ট্রিটমেন্ট (Orthodontic Treatment)। ব্রেস লাগানোর পর কয়েকদিন পর্যন্ত খাবার খেতে সমস্যা হতে পারে।