দৃষ্টি বিভ্রম আর চোখের সমস্যা এক নয়।
চোখের সমস্যার জন্য যে চশমা দেয়া হয় তা শুধু সাহায্যকারী হিসেবে। সাধারণত চশমা ব্যবহারে চোখের পাওয়ার ঠিক হয় না। একটা নির্দিষ্ট বয়স পড়ে চোখের পাওয়ার স্থির হয়ে যায়। তখন পাওয়ার আর পরিবর্তন হয় না। ডাক্তাররা তখন চশমার পরিবর্তে ল্যাসিক সার্জারি অথবা লেন্স লাগানোর পরামর্শ দিয়ে থাকে।