Nishat Tasnim -
বেশিরভাগ প্রজাতির টিকটিকির রক্তই লাল। রক্তের লোহিত কণিকায় হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত লাল দেখায়। সরীসৃপদের রক্তের রঙ লাল কারণ তাদের রক্তে হিমোগ্লোবিন থাকে। তবে কিছু প্রজাতির টিকটিকি আছে যাদের রক্ত সবুজ। ঠিক টিকটিকি বললে ভুল হবে, এগুলোকে বলে skink। Skink দের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির গিরগিটি। এরা Scincidae গোত্রের অন্তর্ভুক্ত ও Prasinohaema গণের প্রাণী। এই গণের অন্তর্ভুক্ত প্রাণীর রক্তের বর্ণ সবুজ। গিরগিটির রক্ত সবুজ হওয়ার কারণ হিমোগ্লোবিন ভেঙে বিলিভারডিনে পরিণত হয়।