সূর্য থেকে যখন চার্জ করা পারটিকেলগুলো বের হয়ে পৃথিবীর এটমকে আঘাত করে তখন এটমের ইলেক্ট্রনকে হাই এনার্জিতে ঘুরতে বাধ্য করে। এরপর যখন ইলেকট্রন লোয়ার এনার্জি অবস্থায় চলে আসে, তারা তখন ফোটন অর্থাৎ আলো রিলিজ করে। এইভাবে ইলেকট্রন অপরূপ সুন্দর অরোরা বা আলোর সৃষ্টি করে যাকে অন্যভাবে বলা হয় নর্দার্ন লাইট।
যে জায়গাতে সবচাইতে বেশি নর্দার্ন লাইট দেখার সম্ভাবনা থাকে তাকে বলা হয় অরোরাল ওভাল (Auroral oval)। এটা আলাস্কার বেশির ভাগ এলাকা, কানাডার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ডের দক্ষিণের অর্ধেক অংশ, আইস্ল্যান্ড, নরওয়ের উত্তর অংশ,সুইডেন এবং ফিনল্যান্ডে দেখা যায়।