টাইম মেশিন একটি চতুর্মাত্রিক কাল্পনিক যন্ত্র যান যা আমাদের এই ত্রিমাত্রিক জগতের যে কোন জায়গায় যে কোন সময়ের সাপেক্ষে চলতে পারে । সোজা ভাষায় ,অতীত বা ভবিষ্যতের যেকোন সময়ের যে কোন জায়গায় আপনি চলে যেতে পারেন এই টাইম মেশিন বা সময়কে অতিক্রম করার যানে করে ।কিন্তু এটা কখনো সম্ভব না। কারণ তাহলে সেই মেশিনকে আলোর গতির চেয়ে দ্রুত চলতে হবে। বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছেন, আলোর চেয়ে দ্রুত গতিতে কোনো কিছু চলতে পারে না। তাই টাইম মেশিন কেবল বিজ্ঞান-কল্পকাহিনীতেই সম্ভব।