২০২০ সালের এপ্রিল মাসে সুইজারল্যান্ড বিশ্বের প্রথম বিদ্যুৎ চালিত উড়ন্ত স্পিডবােটের যাত্রা শুরু করে যার নাম দেয়া হয় ক্যান্ডেলা সেভেন। নৌযানটির নিচে একটি ধাতব কাঠামো থাকার ফলে তা নৌযানটিকে পানির স্তর থেকে কিছুটা উপরে তুলতে পারে এবং ঢেউয়ের উপর দিয়ে অনেকটা ভেসে চলে বলেই একে উড়ন্ত স্পিডবোট বলা হয়ে থাকে।
একে উড়ন্ত স্পিডবােট বলার কারণ হলাে , এটি ঢেউয়ের ওপর দিয়ে অনেকটা ভেসে চলতে পারে । নৌযানটির নিচের একটি ধাতব কাঠামাে বা ফয়েল এটিকে পানির স্তর থেকে কিছুটা ওপরে তুলতে পারে । এতে ধেয়ে আসা । ঢেউ স্পিডবােটটির নিচ দিয়ে চলে যায় । ঢেউয়ের ওপর দিয়ে উড়ে চলায় শক্তি খরচ ও শব্দ কম হয় এ স্পিডবােটে । একবারের পূর্ণ চার্জে সর্বোচ্চ ৯০ কিলােমিটার পর্যন্ত চলতে পারে এটি । পানির ওপর ভেসে চলাকালীন ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলােমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে এ স্পিডবােট । এর মূল্য ২,৯৬,০০০ মার্কিন ডলার ( বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকার বেশি )।