Nishat Tasnim -
ঔষধ খুলার পর পরিবেশের কেমন প্রভাব পড়বে তা নির্ভর করে ঔষধ এর ধরন ও উপাদান এর উপর। যেমন: কিছু ঔষধে বাইরের পরিবেশের তাপমাত্রা, আলো, আদ্রতা ইত্যাদি থেকে রক্ষার জন্য বিভিন্নভাবে আবরণ দেওয়া থাকে। আবার, কিছু ঔষধ জিলাটিনের ক্যাপসুল জাতীয় আবরণ দিয়ে ঢাকা থাকে। এমন ঔষধ বায়ুমণ্ডলীয় জলীয়বাষ্প ও আদ্রতার প্রভাবে নষ্ট হতে পারে। তাই ঔষধ কোটার বাইরে বেশিক্ষণ রাখা উচিত নয়, বিশেষ করে আদ্র পরিবেশে।