ফোবিয়ার নামগুলো সাধারণত নেওয়া হয় গ্রিক শব্দ বা ইংরেজি শব্দ থেকে।আর প্রথম যে অনুসর্গটা থাকে সেটাই মূলত গ্রিক বা ইংরেজি শব্দ যা দ্বারা যে জিনিসটা ভয় পাই সেটাকে নির্দেশ করে বা বুঝায়।এরপর লাগানো হয় ফোবিয়া শব্দটা।
যেমন ফোবোফোবিয়া,হাইড্রোফোবিয়া ইত্যাদি।
স্বীকৃতি মনে হয় WHO দেয় not sure.