কোনো তথ্য ভুলে যাওয়ার খুব সাধারণ একটা কারণ হল, সে তথ্যটি অনেকদিন ব্যবহার না করা। যেমন, কোন ঘটনা চলাকালীন সময়ে বা ঘটনা ঘটার পর পর সে সম্পর্কে অনেক সূক্ষ্ম জিনিসও আমাদের মনে থাকে। কিন্ত যদি সেই তথ্যগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন না হয়, যদি সে তথ্যগুলো আমরা অনেকদিন কাজে না লাগাই, তবে তার অনেক কিছুই আমরা ভুলে যাই। স্কুলের যেসব বন্ধুদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় না, তাদের নাম ভুলে যাওয়ার এটি একটি কারণ।
বেশ কিছু কারণে আমরা কোন কিছু ভুলে যেতে পারি। যেমন -
ঘুম কম হওয়া
পরিপূর্ণ ঘুম সব সময় মস্তিষ্ককে সজাগ রাখে। যদি ঘুমের কমতি হয় অথবা ইনসোমনিয়ার সমস্যা হয় তখন ভুলে যাওয়ার সমস্যা বেড়ে যায়। স্মৃতি ধরে রাখতে ব্যক্তির অন্তত ৭/৮ ঘণ্টা নিদ্রা ঘুম হওয়া জরুরি।
অতিরিক্ত চিন্তা
প্রতি মুহূর্তে চিন্তা যখন পিছু ছাড়ে না তখন চাইলেও সবকিছু মনে রাখা সম্ভব হয় না। একের পর এক চিন্তা করে নতুন কিছু একদম না শিখলে চিন্তাই মস্তিষ্কে স্থায়ী জায়গা করে নেয়। আর এ কারণে স্বাভাবিক বা দরকারি কোনো কথাও মনে থাকতে চায় না।
সারা দিন বসে থাকা
সপ্তাহে ১৫০ মিনিটের ব্যায়াম ভালো ঘুমের জন্য সহায়ক। আমাদের বেশিরভাগ কাজই সারা দিন বসে করতে হয়। আর এ জন্য হাঁটাহাঁটি করার অভ্যাসও একদম কমে যায়। সারা দিন এক জায়গায় বসে কাজ করলে ব্যায়ামের সময় কমে যায়, ফলে ঘুম কম হয়। আর তথ্যও সহজে মুছে যায় মস্তিষ্ক থেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তি
বর্তমানে অনেকেই ইন্সটাগ্রাম, ফেইসবুক, পিন্টারেস্টসহ সামাজিক নানা যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্ত। পোস্ট করা, কমেন্ট করা, ছবি আপ দেওয়া সবকিছুতেই সবার বাড়তি আগ্রহ কাজ করে। বারবার এসব নিয়ে ভাবলে মস্তিষ্কেও চাপ তৈরি হয়। একসঙ্গে দুটি বা তিনটি কাজ করার চাপ নেওয়া যায়। কিন্তু সেখানে একই সময়ে ৮-১০ ধরনের কাজ করলে কখনোই সব কিছু মনে রাখা সম্ভব না।