ম্যানগ্রোভ বনের উদ্ভিদের বীজ যাহাতে জোয়ারের পানিতে ভেসে না যায় সে জন্য উদ্ভিদের ফল বা বীজ উদ্ভিদে ফল হিসাবে যুক্ত থাকা অবস্থায় বীজের অঙ্কুর বের হয়। অঙ্কুর অবস্থায় শুধু প্রধান মূলটি বীজ থেকে বিকশীত হয়ে বৃদ্ধি পেতে থাকে ও ভারী হতে থাকে। এভাবে অঙ্কুরিত মুলের বৃদ্ধিজনিত ভরে এক সময় ছিড়ে পড়ে নিচের নরম কাদামাটিতে মূলটি খাড়া ভাবে ঢুকে আটকে যায় এবং শীর্ষমুকুল বিকশীত হয়ে চারায় পরিনত হয়। একে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।
এক কথায় বীজ গাছে থাকা অবস্থায় অঙ্কুরিত হয়ে চারায় পরিনত হয় ও মূল বৃদ্ধি পেয়ে ভারী হয়। এই ভরে চারাটি ছিড়ে পড়ে কাদামাটিতে মুল আটকে মাটিতে চারা রোপিত হয়ে যায় বলে এ ধরনের বিশেষ অঙ্কুরোদগমকে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।
যেহেতু বীজ গাছে থাকা অবস্থায় চারা গজায় তাই প্রাণীর জরায়ুতে গর্ভধারনের সাথে তুলনা করে জরায়ুজ অঙ্কুরোদগম বলা হয়।