আমি ফিজিক্সের একক গুলো একটা ট্রিকস দিয়ে মনে রাখতাম। যার কারণে সংজ্ঞায় কখনো সমস্যা হতো না।
তাপ ধারণ ক্ষমতা কখন হবে? যখন আপনি তাপ দিবেন। তাহলে এবার আসুন, এককে যেটা নিচে থাকবে তাকে একক কল্পনা করি। একক তাপমাত্রা বৃদ্ধির ফলে যতটুকু তাপ সে সংরক্ষণ করছে! তাহলে তাপের একক কি? অবশ্যই জুল।
কি দাঁড়ালো? জুল/কেলভিন! অর্থাৎ প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো বস্তু যত জুল তাপ ধারণ করতে পারে এটাই তার তাপ ধারণ ক্ষমতা।
আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ