বিরল এক মানসিক ব্যাধি রয়েছে যাতে আক্রান্ত ব্যক্তি নিজেকে গরু বা ষাঁড় ভাবতে শুরু করে! এই মানসিক ব্যাধির নাম ‘বোয়ানথ্রপি’।
বোয়ানথ্রপি হলো এমন এক ধরনের মানসিক রোগ যাতে আক্রান্ত হলে ব্যক্তি একাগ্রচিত্তে বিশ্বাস করে সে একটা গরু। তবে শুধু বিশ্বাস করাই নয়, বরং তার আচার, ব্যবহার ইত্যাদিও সেরকমই হয়ে যায়। গরু কী কী করে তা ভাবার আগে ‘বোয়ানথ্রপি’ শব্দটি কোথা থেকে এলো তা জেনে নেয়া যাক। ল্যাটিন শব্দ Bo (গবাদি পশু) এবং গ্রিক শব্দ Anthropy (মানুষ) থেকে ইংরেজি Boanthropy শব্দের উৎপত্তি। এর শাব্দিক অর্থ দাঁড়ায় ‘গবাদি পশুর ন্যায় মানুষ’।