ব্যাক্টেরিয়া ও ভাইরাস সংক্রমণের কারণে টনসিল ফুলতে পারে। বেশির ভাগ টনসিল প্রদাহ দেখা দেয় স্যাঁতস্যাঁতে ও ঠাণ্ডা আবহাওয়ায়, অতিরিক্ত ঠাণ্ডা ও অতিরিক্ত গরমে, ঋতু পরিবর্তনের সময়। বারবার সর্দিলাগার প্রবণতা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার স্বল্পতা, পুষ্টিহীনতা ইত্যাদি কারণে হতে পারে। যাদের শরীরে ঠাণ্ডা ও গরম প্রতিরোধ ক্ষমতা কম, ভাইরাস সংক্রমণে তারা বেশি আক্রান্ত হয়।