ডা. সাদেকুল ইসলাম তালুকদার
মানব দেহের টিসু বা কলায় অতিরিক্ত পানি জমে ফুলে যাওয়ার নাম ইডেমা। শরীরের যে কোন স্থানে পানি জমতে পারে, তবে পা, পেট, হাত এবং মুখ এসব স্থানে ইডেমা বেশী দেখা যায়।
কিডনি দুইটি থাকে। ফিল্টারের মাধ্যমে দুষিত পদার্থ ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি প্রস্রাবের সাথে বের হয়ে যায়। আমরা যা খাই তা খাদ্যতন্ত্রে হজম হয়ে রক্তের সাথে মিশে লিভার বা যকৃতে গিয়ে মেটাবলিজম বা আত্বিকরন হয়ে রক্তের মাধ্যমে সারা শরীরের কোষে পৌঁছে যায় নির্দিষ্ট কাজ করার জন্য। যকৃতকে অনেকে কলিজা বলেন। শরীর কোষের মূল উপাদানগুলি এই লিভার থেকেই তৈরি হয়। এলবুমিন নামের মুল প্রোটিন লিভারে তৈরি হয়। সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ শরীরে তৈরি হয় না। এটা আমরা খাবারের সাথে খাই। লবণ পানিকে ধরে রাখে। যার শরীরে লবণের পরিমাণ বেশি হবে তার শরীরে পানি ধরবে। লবণ বেশি খেলে অথবা কিডনি বিকল হলে শরীরে লবণ বেশি হবে। ইডেমা হবে। এলবুমিন কমে গেলে অসমোটিক প্রেসার কমে যায়। অসমোটিক প্রেসার কমে গেলে ইডেমা হয়। এলবুমিন কম খেলে অথবা লিভারে তৈরি কম হলে অথবা কিডনি বিকল হয়ে প্রস্রাবের সাথে এলবুমিন বের হয়ে গেলে রক্তে এলবুমিন কমে যায়। ইডেমা হয়। হার্ট ফেইলুর বা দুর্বল হলে শরীর থেকে পানি পাম্প করে আনতে পারে না। তাই ইডেমা হয়। কোন কারণে রক্তনালী বন্ধ হয়ে গেলে হার্টে রক্ত ফিরতে না পেরে জমে থাকে। এটাও ইডেমা।