Mehedi Hasan
ভিনাস্ট্রাফোবিয়া: সুন্দরী মেয়েদের ভয়!
মানুষের স্বভাবগতভাবে সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ থাকে। আর সুন্দরী মেয়েদের প্রতি সকলেরই এক আলাদা আকর্ষণ কাজ করে। তবে কোনো ব্যক্তি যদি ভিনাস্ট্রাফোবিয়া-য় আক্রান্ত থাকে তবে তার ক্ষেত্রে ভিন্ন কথা। সুন্দরী মেয়েদের দেখলে এদের মনের ভিতর এক প্রকার অস্বস্তিবোধ কাজ করে। এরা সবসময় সুন্দরী মেয়েদের থেকে দূরে থাকার চেষ্টা করে। গাইনোফোবিয়া নামক এক প্রকার রোগ আছে, যাতে আক্রান্ত ব্যক্তি সকল মেয়েদের ভয় পায়। তাই ভিনাস্ট্রাফোবিয়া-কে গাইনোফোবিয়া-য় অন্তর্ভুক্ত করা যেতে পারে।
লক্ষণ:
• সুন্দরী মেয়েদের সামনে অস্বস্তিবোধ করে।
• (বাধ্য হয়ে) সুন্দরী মেয়েদের সামনে কথা বলার সময় অনবরত ঘামতে থাকে।
• সুন্দরী মেয়েদের থেকে সর্বদা দূরে দূরে থাকার চেষ্টা করে।
কারণ:
• পূর্বে সুন্দরী মেয়েদের সাথে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা। যেমন- হৃদয়ভঙ্গ হওয়া।
• জেনেটিক বা বংশগত কারণে।
করণীয়:
• মনোরোগ বিশেষজ্ঞের নিকট থেকে বিভিন্ন থেরাপি নেওয়া। যেমন- টক থেরাপি, এক্সপোজার থেরাপি।
• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলেও এই ফোবিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।