প্রায় ৬৫ মিলিয়ন বছরের পুরনো Tyrannosaurus Rex বা টি রেক্সের DNA এর সাথে বর্তমানের ২১ টি প্রজাতির প্রাণীর DNA এর সিকোয়েন্স ম্যাচ করানো হয়। সবথেকে আশ্চর্যের বিষয়, এই ২১ টি প্রাণীর মধ্যে সবথেকে কাছের হলো মোরগ। এমন কী তথ্য প্রমাণ অনুযায়ী ডাইনোসর সরীসৃপ বা রেপটাইল শ্রেণীর অন্তর্ভুক্ত হলেও তাদের সাথে মোরগদের জেনেটিক সাদৃশ্য অনেক বেশি।
ডাইনোসরের থেকে মোরগের এই অপ্রত্যাশিত বিবর্তনের স্বপক্ষে আরও একটি প্রমাণ দেওয়া যায়। Bhart-Anjan Bhullar, হার্ভার্ডের এক গবেষক একটি গবেষণা পরিচালনা করেছিলেন। মোরগের ভ্রূণ থেকে কিছুটা স্যাম্পল নিয়ে তিনি তাতে নির্দিষ্ট কতগুলো জিন পরিবর্তন করে দেন। নতুন অপত্য যে স্যাম্পলটি সৃষ্টি হয়েছিল তার সাথে ডাইনোসরের অবিশ্বাস্য রকমের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এমনকী এই ভাবে যে মোরগ গুলোর সৃষ্টি হয়েছিল তাদের চঞ্চুর সাথে ডাইনোসরের চঞ্চুর মিলও ছিল লক্ষ্য করার মতো। একবার কল্পনা করুন, যদি আরও কোনো জেনেটিক মডিফিকেশন তিনি করতেন তাহলে অবশ্যই আমরা মোরগ থেকে টি রেক্স সৃষ্টি করতে সক্ষম হতাম। Bhullar অবশ্য জুরাসিক পার্ক সিনেমার মতো বিবর্তনকে উল্টোপথে চালনা করে ডাইনোসর সৃষ্টি করতে চাননি। কিন্তু তাঁর মতে মোরগ থেকে টি রেক্সকে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব। "This isn’t theoretical. I’m not talking half a century here, I’m talking decades. It’s going to happen.”