প্রথমত বলব যে এই দুনিয়াতে ফ্রিতে কখনও কিছু হয় না। এর জন্য আপনাকে মেধা,শ্রম,সময় এবং টাকা খরচ করতে হবে। যদি কখনও কোথাও দেখেন যে খুব ভাল কোন জিনিস ফ্রিতে দেয়া হচ্ছে বুঝবেন এর মধ্যে ঘাপলা আছে। একটা কথা চিন্তা করে দেখেন পড়াশুনার মত উত্তম একটা জিনিস যদি ফ্রিতে সম্ভব হয় না তাহলে হ্যাকিং কেমন করে ফ্রীতে হবে। আর হ্যাকিং তো একদিনে শেখার মত কোন জিনিস না।আপনি আপনার পুরা জীবন হ্যাকিং করে যান তবুও এর শেষ খুজে পাবেন না। হ্যাকিং মুলত একটা সিস্টেম যেখানে কোন কিছুতে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন ট্রিক বা পদ্ধতি ব্যাবহার করা হয়। আপনি অন্যদের থেকে যত বেশি ভালমানের পদ্ধতি জানবেন বা উদ্ভভ করতে পারবেন আপনি অন্যদের থেকে তত বেশি অভিজ্ঞ হবেন।আর এইসব জিনিসের ক্ষেত্রে তো প্রতি মুহূর্তেই কোন না কোন নতুন পদ্ধতি তৈরি করছে অভিজ্ঞগন।তাই এটাকে আপনি যত সহজ ভাবছেন ততটাই কঠিন একটা জিনিস যতক্ষণ না পর্যন্ত আপনি অভিজ্ঞ হবেন। পরিশেষে বলব যে দুনিয়াতে কোন কিছু পেতে হলে কিছু আগে খোয়াতে হয় তারপরেই আপনি উক্ত জিনিসটি পাবেন।তাই আজ থেকে কিছু ফ্রিতে পাওয়ার আশা বাদ দিন তাহলেই আপনার জন্যে উত্তম হবে।