সনিক বুম বলতে সাধারণত শব্দের বেগের কাছাকাছি বা তারও বেশি বেগের আকাশযানের চলনের ফলে সৃষ্ট ঘাত-তরঙ্গ যে বিপুল পরিমাণ শব্দ উৎপাদন করে তাকে বোঝায়। এটি শুনতে অনেকটা বাজ পড়ার শব্দের মত শোনায়। ঘাত-তরঙ্গের প্রতি বর্গমিটারে ১৬৭ মেগাওয়াট ক্ষমতা নিঃসরণ করতে পারে এবং এর শব্দের তীব্রতা ২০০ ডেসিবেল ছাড়িয়ে যেতে পারে।