এয়ার টার্বুলেন্সের বিষয়টি ঘটে বাতাসের চাপজনিত কারণে । বাতাসের একটি অংশ যখন একটি নির্দিষ্ট গতিতে চলতে গিয়ে অন্য একটি অংশের সাথে (যে অংশের গতি ভিন্ন) মিলিত হয় বা সংঘর্ষ হয় তখন এয়ার টার্বুলেন্সের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঝড় বা বজ্রবিদ্যুতপূর্ণ ঝড়বৃষ্টি বা জেট স্ট্রিমের প্রভাবে বাতাসে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। আর একেক আবহাওয়াতে একেক ধরণের এয়ার টার্বুলেন্স সৃষ্টি হতে পারে।