"Muscae Volitantes" একটি ল্যাটিন শব্দ যার আক্ষরিক অর্থ "Flying flies"। "Muscae Volitantes"কে ইংরেজিতে বলা হয়।এটি এক ধরণের চোখের সমস্যা। এই ক্ষেত্রে ভিট্রিয়াস হিউমার এবং চোখের লেন্সের কোষ এবং কোষের অসম্পূর্ণ অংশের কারণে চোখের সামনে অবাঞ্চিত দাগ পড়ে। চোখের ফ্লোটার কখনও কখনও চোখের ভিট্রিয়াস হিউমার ("ভিট্রিওস") এর মধ্যে দৃশ্যমান হয় যা সাধারণত স্বচ্ছ। এটি ভিট্রিওস এবং রেটিনার মাঝে থাকে। মানুষের ক্ষেত্রে ভিট্রিয়াস হিউমার স্বচ্ছ থাকে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে স্বচ্ছতা হারাতে থাকে। মূলত এই কারণেই চোখের বিবিধ প্রকার সমস্যা হয়ে থাকে। মেডিকেল সায়েন্স অনুযায়ী ফ্লোটারের অনেক ধরণের টাইপ রয়েছে।