Nishat Tasnim-
বৈজ্ঞানিক নাম: Hypostomus plecostomus।
একে সাকার ফিসও বলে। এটি মূলত অ্যাকুরিয়াম ফিস এবং দ্রুত বর্ধনশীল।
জানা গেছে, এ মাছটির নাম হলো ‘সুইপার ফিশ’। এদের বসবাস পশ্চিম আটলান্টিক মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরে। এছাড়া এই প্রজাতির মাছের বসবাস দেখা যায় জাপান ও অস্ট্রেলিয়ার আশপাশের এলাকায়। অ্যাকুরিয়াম পরিষ্কার রাখার জন্য “সাকার ফিশ বা ক্যাটফিশের” বেশ পরিচিতি রয়েছে। তবে এই মাছ শিকারি নয়।