টাইটান (Titan)
শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম টাইটান। এটিই সম্ভবতঃ ঘন বায়ুমন্ডলবিশিষ্ট একমাত্র উপগ্রহ। পৃথিবীর বাইরে টাইটানেই পানির অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। টাইটান পানি, বরফ ও শিলা নির্মিত। বায়ুমন্ডলের প্রধান উপাদান নাইট্রোজেন। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ টাইটান। এর আবিষ্কারক হচ্ছেনঃ ক্যাসিনি-হেগেনস মিশন।