আলকাতরা (Coal tar) হল কালো অথবা বাদামী বর্ণের এক প্রকার আঠালো তরল পদার্থ। কয়লা থেকে কোল গ্যাস উৎপাদনকালে উপজাত হিসেবে আলকাতরা পাওয়া যায়। এটি ফেনল, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও অন্যান্য পদার্থের একটি মিশ্রণ। খনিজ কয়লার বিধ্বংসী পাতনের মাধ্যমে আলকাতরা উৎপাদন করা হয়। নৌকার নিচের অংশকে পানির ক্ষয় থেকে মুক্ত রাখতে, রাস্তা নির্মাণ, মেডিকেটেড সাবান, শ্যাম্পু, অয়েন্টমেন্ট তৈরি ইত্যাদি কাজে আলকাতরা ব্যবহার করা হয়।