Ortho-K হলো বিশেষ একধরনের রাতের কন্টাক্ট লেন্স যেটা ঘুমানোর সময় চোখে পরে রাখতে হয়। এই লেন্সটি চোখের সামনের অংশ অর্থাৎ কর্ণিয়ার আকার হালকা পরিবর্তন করে। ফলে সকালে লেন্স খুলে ফেললেও চশমা বা সাধারণ কন্টাক্ট লেন্স ছাড়াই স্পষ্ট দেখা যায়। অধিকাংশ Ortho‑K লেন্স নিয়মিত ব্যবহার ও পর্যবেক্ষণের মাধ্যমে ৬–১২ মাস অবধি কার্যকরী থাকে। কিছু উন্নত ব্র্যান্ডে (Menicon Bloom Night) এগুলো দুই বছর পর্যন্ত ব্যবহৃত হতে পারে তবে সেটা রিফিটিংয়ের প্রয়োজন হয়। এই লেন্স গুলোর দামও প্রায় অনেক।
এটার সাইড ইফেক্ট আছে তবে প্রোপার হাইজিন ও পর্যবেক্ষণ করলে সিরিয়াস কোনো সমস্যা হওয়ার চান্স অনেকটা কমে যায়। রাতে লেন্স পরার কারণে চোখে Hypoxia বা জীবাণু সংক্রমণের সুযোগ থাকতে পারে। এজন্য লেন্সটি যাতে সব সময় জীবাণু মুক্ত থাকে সেবিষয়ে খেয়াল রাখা জরুরী। এছাড়া কর্ণিয়ার টিস্যুতে মৃদু কিছু সমস্যা হতে পারে তবে তা সাময়িক সময়ের জন্য।
বিস্তারিতঃ
https://www.nvisioncenters.com/orthokeratology/
Abdullah Al Masud
Team Science Bee