মেরুজ্যোতি (Aurora)
রাতের আকাশে মেরু এলাকায় উজ্জ্বল রঙ্গিন আলোর দীপ্তি দৃশ্যমান হয়। উজ্জ্বল সবুজ, লাল, নীল ও হলুদ রঙে আকাশ দীপ্তিময় হয়ে উঠে। উত্তর গোলার্ধে এ বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যকে বলা হয় উত্তর মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ মেরুজ্যোতিকে বলা হয় অরোরা অস্ট্রাসসিস। সাধারণভাবে এ দু'টিকেই মেরুজ্যোতি বলে।
অরোরা নিয়ে প্রাচীনকালে অনেক উপকথা চালু ছিল। যেমন নর্জ উপকথা অনুসারে অরোরা হলো ঈশ্বরের সৃষ্টি সেতু। (অনেকটা Thor মুভিতে দেখানো BiFrost এর মত)
আবার কিছু কুসংস্কারচ্ছন্ন মানুষ আছে যারা মনে করেন তাদের পূর্বপুরুষেরা আকাশে নাচানাচি করে তাই আকাশের রঙ বদলে যায়।
৭০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এটা দেখা যায়। কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রীনল্যান্ডের মতো দেশগুলোতে অরোরার দেখা মিলে।
ধারণা করা হয় যে, অবমন্ডলের উচ্চতম স্তরে (আয়নমন্ডল) বৈদ্যুতিক বিচ্যুতির ফলেই এ মেরুজ্যোতির সৃষ্টি হয়।