Ahasan Habib Khan
টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ।এটার অস্তিত্ব নেই,বিশ্বাস করা যার যার ব্যাক্তিগত ব্যপার, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর মে'রাজ ও কিন্তু একটা টাইম ট্রাভেল,বোরাক কথা হাদিসে বর্ণিত আছে মহানবী সাঃ বলেন চোখের দৃষ্টি যতদূর দেখা যায় তাতে বোরাকের ১ পায়ের দূরত্ব, নিশ্চয়ই অনেক গতিসম্পন্ন। একরাতের কিছু সময়ের ভিতরে পুরো বিশ্ব ভ্রমান্ড ৭ আসমান সিদরাতুল মুনতাহা সব ঘুরে আসা।যখন আলোর গতি আবৃষ্কার হয় নি তখন এর থেকে কম গতিকেই সর্বোচ্চ গতি হিসেবে ভাবা হত।আল্লাহ কুরআনে বলেন ১ আসমান থেকে অন্য আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ তাহলে আলোর থেকে ও হাজার কোটি গুন গতি সম্পন্ন কিছু আছে যার অস্তিত্ব এখনো আবিষ্কৃত হয় নি। এটা সময়ের সাপেক্ষে যে কোন বস্তুর গতির উপর নির্ভর করে।এখন এটা বুঝতে হবে আপনি কোন গতিতে আছেন।১ ডিগ্রি দ্রাঘিমা সমান ৪ মিনিটা পার্থক্য সবাই জানি এটা অবস্থানের পরিবর্তনের কারণেই।ধরুন আমি ঢাকা থেকে চট্টগ্রামে গেলাম এবং সেখানে ইফতার করলাম, কিন্তু ঢাকার ১০ মিনিট আগে আমি ইফতাম শুরু করেছি,তাহলে চট্টগ্রাম ১০ মিনিট ভবিষ্যতে ছিলো।
এমন একটা গ্রহ আছে যেখানে আগে বছর হয় পরে মাস হয়।এটা সম্পুর্ণ নির্ভর করে সময় গতি আর অবস্থানের উপর। প্রত্যেক ব্যাক্তি /বস্তু তার অবস্থানে বর্তমান, কিন্তু গতি ও অবস্থান পরিবর্তনে অতীত বা ভবিষ্যৎ।