টাইম ট্রাভেলের ধারনা উঠে আসে ১৯০০ এর দশকের প্রথম দিকে। ১৮৯৫ সালে, লেখক H.G. Wells তার উপন্যাস "The Time Machine" এ টাইম ট্রাভেলের ধারনা তুলে ধরেন। এবং মুলত এর পরেই টাইম ট্রাভেলের বেপারটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। "The Time Machine" উপন্যাসটি শুধুমাত্র একটি সায়েন্স ফিকশান হওয়া সত্ত্বেও এই উপন্যাস দারা প্রভাবিত হয়ে বিভিন্ন রিসার্চ পেপার পদার্থবিজ্ঞানীদের দারা লেখা হয়।
শুতে অবাক লাগলেও সত্যি যে, বিজ্ঞান বলে তাত্বিকভাবে টাইম ট্র্যাভেল আসলেই সম্ভব। এবং তার কৌশলও আমরা বর্তমানে জানি।
টাইম ট্র্যাভেল দুই ধরনের হতে পারে। অতীতে ট্র্যাভেল এবং ভবিষ্যতে ট্র্যাভেল।
টাইম ট্রাভেলের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা এবং তত্ত্ব আইনস্টাইনের Theory of Special Relativity থেকে পাওয়া যায়। আগে সবায় মনে করত সময় একটি ধ্রুবক জিনিস। বিখ্যাত বিজ্ঞানী Sir Issac Newton সময়কে ধ্রুবক বলেছিলেন। তবে আইনস্টাইন বলেন সময় ধ্রুবক নয়, সময় আপেক্ষিক। সময় বস্তুর গতি ও বস্তুর উপর কার্যকর অভিকর্ষজ বলের উপর নির্ভরশীল। আইনস্টাইনের Theory of Special Relativity অনুযায়ী, সময় ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। একটি স্থির বস্তু অপেক্ষা একটি গতিশীল বস্তুর সময় ধিরে চলে। এই তত্ত্ব প্রমান করার জন্য ১৯৭১ সালে একটি পরিক্ষা করে প্রমান করা হয়েছিল। এছাড়া কোনো বস্তুর উপর মহাকর্ষ বল যত বেশি হবে, সেই বস্তুর জন্য সময় ধিরে চলেতে থাকে।
সুতরাং বলা যায়, আমরা যদি কোনো যানে আলোর গতিতে ১০ বছর মহাকাসে থেকে পৃথিবীতে আবার ফিরে আসি, তাহলে আমাদের জন্য ১০ বছর সময় অতিক্রম হলেও, পৃথিবীতে প্রায় ৯০০০ বছর অতিক্রম হয়ে যাবে। তবে আমরা কখনই এমন কোনো যান তইরিকরতে পারব না যা আলোর গতিতে চলতে পারবে।
এছাড়া আমরা যদি কোনো যান নিয়ে এমন কোনো স্থানে যেতে পারি, যেখানে মহাকর্ষ বল অনেক বেশি, এবং সেখানে কিছু সময় থেকে পৃথিবীতে ফিরে আসলে আমাদের জন্য কম সময় অতিক্রম হলেও পৃথিবীতে অনেক বেশি সময় অতিক্রম হয়ে যাবে। তবে যত বেশি মহাকর্ষ বলের প্রভাবে থাকতে হবে, তত বলে মানুষ বেচে থাকতে পারবে কিনা তা আমরা জানি না।
তবে এই দুই ভাবেই শুধু মাত্র ভবিষ্যতে যাওয়া সম্ভব। অতীতে নয়। এবং বিজ্ঞান অনুযায়ী অতীতে যাওয়া সম্ভব নয়। এর প্রমান হচ্ছে The Grandfather Peradox।
সুতরাং আমরা বলতে পারি, আমরা বর্তমানে টাইম ট্র্যাভেল করার উপায় জানি। কিন্তু আমরা টাইম ট্র্যাভেল এখনও করতে পারিনা প্রযুক্তিগত অসামর্থ্যতার কারনে। হয়ত ভবিষ্যতে আমরা টাইম ট্রাভেল করতে পারব।