যেসকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। আর যাদের যায় না তারা অমূলদ সংখ্যা। সুতরাং ৫/৭ একটি মূলদ সংখ্যা যাকে দশমিক লিখলে মূলত হয় ০.৭'১৪২৮৫′(পৌনঃপুনিক)। এর অর্থ ৫কে ৭ দিয়ে ভাগ করলে দশমিকের পরে ৭১৪২৮৫ এই সংখ্যাগুলোই ঘুরে ফিরে বারাবার আসবে,একে আবৃত দশমিক সংখ্যা বলে, তাই এটি মূলদ সংখ্যা। কিন্তু ০.৭১৪২৮৫...... এখানে কোনো পৌনঃপুনিক চিহ্ন (′) নাই অর্থাৎ এই সংখ্যাগুলোর পরে কি আসবে তা আমরা জানি না একে অনাবৃত দশমিক সংখ্যা বলে। কিন্তু ৫/৭ এর ক্ষেত্রে একই সংখ্যা ঘুরে ফিরে বারবার আসে তাই এটি মূলদ।
মূলত ৫/৭=০.৭১৪২৮৫৭১৪২৮৫৭১৪২৮৫৭১৪২৮৫
এভাবে আসতে থাকবে কিন্তু নির্দিষ্ট কিন্তু সংখ্যা, তাই এটি মূলদ। p/q আকারে প্রকাশ করা গেলেই মূলদ।