Nishat Tasnim- সকালে ঘুম থেকে উঠলে সাধারণত আমাদের পেট খালি থাকে এবং রাতে খাওয়া খাবার হজম হয়ে যায়। খালি পেটে থাকে গ্যাস। যখন আপনি কোনো খাবার না খেলে খালি পেটে পান করেন তখন এই গ্যাস বের হয়ে যাওয়ার চেষ্টা করে, যার জন্য বমি হতে পারে। আবার, আবার আমাদের পরিপাকতন্ত্রে শক্তির অভাবেও এমন হতে পারে। অনেকে মনে করেন যে পানির কোনো স্বাদ নেই, তাই খালি পেটে পানি খেলে তা মুখে তিতা স্বাদ তৈরি করে যার জন্য বমি হয়।