আপনি Wps Button এর কথা বলছেন। অ্যান্ড্রয়েড ভার্সন 7/8 এর নিচের ফোনগুলায় এই ফিচারটা উপভোগ করা যেত। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে গুগল এই ফিচারটা লঞ্চ করেছিল, তা তো সার্থক হয়ই নাই;বরং উল্টা মানুষ খারাপ কাজে ইউজ করা শুরু করেছিল, কারো বিনা অনুমতিতে WPS Button এ ক্লিক করে wifi connect করে নিতো। গুগল শেষমেশ মানুষের নিরাপত্তার কথা ভেবে অ্যান্ড্রয়েড ভার্শন 9.00 তে এসে এই ফিচারটা উঠিয়ে নিয়েছে। আপনি ফোন আপডেট দেওয়ায় may be সেটার ভার্শন 9 এ চলে গিয়েছে, এজন্যে ফিচারটি আর দেখতে পাননাই।
ফিচারটি ফিরে পেতে চাইলে অ্যান্ড্রয়েড ভার্সন 6-8 এর মধ্যে ফিরে যেতে হবে। তবে ভার্শন ডাউনগ্রেড করা যায় কিনা তা জানা নাই।