Nishat Tasnim
এমন দেখার কারণ হল আমাদের চোখ এবং মস্তিষ্ক একটা নির্দিষ্ট গতির থেকে বেশিতে জিনিস নিতে পারে না। এবার বলা উচিত যে এই গতি সবার জন্য সমান নয়, এমন কি আলাদা সময়ে এই গতি পাল্টাতে পারে। এবার এই আগের গতিটা খুব গুরুত্বপূর্ণ। এর কারণ, আমাদের সিগনাল প্রসেসিং (Signal Processing) এ তথ্য আছে যার নাম Nyquist-Shannon sampling theorem, যেটা বলে যে- যে কোনো সিগ্নালকে যদি একটি গতিতে তার মান নিতে থাকা হয়, আর তার পরে সেই মানগুলো থেকে আবার প্রথম সিগনালটা বানানো হয়, তা হলে সঠিক ভাবে প্রথম সিগনালটা বানাতে গেলে প্রথম সিগনালের গতির থেকে অন্তত দিগুন গতিতে আমাদের মান নিতে থাকতে হবে।
এবার বলা উচিত যে প্রথম সিগনালটা যে আবার বানানো হচ্ছে, এটা আমাদের মস্তিষ্ক নিজেই করে। চাকা বা ঘুরন্ত বস্তুর চিত্র/ছবি যেগুলো আমাদের মস্তিষ্ক চোখ দিয়ে নিতে থাকে। যখন আমাদের মস্তিষ্ক চাকার ঘোরার গতির দিগুনের চেয়ে কমে চিত্র নিতে থাকে, তখন আমাদের ওই চাকা ঘোরার উপলব্ধি সঠিক হয় না। আর এই ব্যাপারটা আমরা এলিয়াসিং(aliasing) বলি।