Vestiphobia হলো পোষাক পরিধানের প্রতি উদ্বেগ। অনেকে পোষাক পরিধান করতে চায়না। পোষাক পরিধান করার কথা আসলেই দুশ্চিন্তা, প্রতিনিয়ত পোষাক পরিহার করা, পেশিটান এমনকি প্যানিক অ্যাটাকও হতে পারে এর লক্ষণ। কিছু মানুষ আছে যাদের নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের পোষাকের প্রতি এই উদ্বেগ থাকে আবার কিছু মানুষের সব ধরণের পোষাকের প্রতিই এই উদ্বেগ দেখা যায়।
সোর্সঃ ফোবিয়া উইকি