ট্রাঙ্কেটেবল প্রাইম এমন এক ধরণের মৌলিক সংখ্যা, যেখানে যেকোনো স্থানীয় অংকে শূন্য অনুপস্থিত থাকবে এবং ডান কিংবা বাম পাশ হতে একটি করে অংক মুছে ফেললে সৃষ্ট নতুন সংখ্যাটি মৌলিক সংখ্যা হবে। পুনরায় একই পাশ থেকে আরেকটি অংক সরিয়ে নিলে, মৌলিক সংখ্যা পাওয়া যাবে। এভাবে শেষ পর্যন্ত এক অংক বিশিষ্ট একটি মৌলিক সংখ্যা পাওয়া যাবে। ৭৩৯৩৯৩৩ এমনই একটি মৌলিক সংখ্যা, যার ডান কিংবা বামের অংক সরিয়ে ফেলতে থাকলে প্রতিবার মৌলিক সংখ্যা পাওয়া যাবে। যেমনঃ ৩৯৩৯৩, ৭৩৯৩৯, ৯৩৯, ৩ ইত্যাদি। এধরণের ট্রাঙ্কেটেবল প্রাইম নাম্বারের সংখ্যা অসীম। বিষ্ময়কর প্রাইম নাম্বারের মধ্যে ট্রাঙ্কেটেবল প্রাইম নাম্বার একটু বেশিই ব্যতিক্রম। আসলে গণিত মানেই বিষ্ময়, গণিত মানেই অসাধারণ কিছু!
- Scientia Society