হ্যালুসিনেশনের প্রধান কারন মানুষিক অসুস্থতা। ড্রাগ এবিউজ, টানা কয়েকদিন জেগে থাকা, চিহ্নিত কিছু ওষুধপত্রের ব্যাবহার ইত্যাদি কারনেও হ্যালুসিনেশন হতে পারে।
হ্যালুসিনেশন ব্যাপারটা পুরোপুরিভাবে সাইকোলজিক্যাল। এটা এমন এক ধরণের অনুভূতি যা মানুষের মনে তৈরি হয় অর্থাৎ বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। অনেকটা জেগে জেগে স্বপ্ন দেখার মত। কাউকে হয়তবো দেখছো, অথবা কারো সাথে কথা বলছো, কিংবা কোন শব্দ শুনতে পাচ্ছো কিন্তু বাস্তবে এর কিছুই হচ্ছে না। পুরোটাই তুমি তোমার মত করে তোমার অজান্তে বানিয়ে নিচ্ছ, এটাই হ্যালুসিনেশন।