ধারণা করা হয়, আজ থেকে প্রায় ১ লক্ষ বছর পর মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে -
১. ভবিষ্যতে মানুষ যেহেতু অন্যান্য গ্রহে বসবাস করবে সেহেতু সেই গ্রহের বায়ুমণ্ডল অনুযায়ী মানুষের চেহারার আকৃতিগত পরিবর্তন ঘটবে।
২. প্রত্যেক মানুষেরই একটি করে personal artificial intelligence (robot) থাকবে যে তার সমস্ত কাজ সম্পাদনা করবে। ফলে মানুষকে আর কোন শারিরীক পরিশ্রম করতে হবে না।
৩. উন্নত মানের technology থাকায় তখন মানুষের স্মৃতিশক্তিও backup করে রাখা যাবে।
৪. শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হলে তা কৃত্তিম মেশিন দিয়ে প্রতিস্থাপন করা যাবে।
৫. শরীরে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ফলে মানুষের শক্তির জন্য আর ঘুম বা খাওয়া-দাওয়ার প্রয়োজন হবে না। তখন চার্জ দিয়েই মানুষ শক্তি অর্জন করবে।
৬. কমিউনিকেশন করার জন্য আর কথা বলার প্রয়োজন হবে না। নিউরনের গতিবিধি পর্যবেক্ষণ করেই তথ্য আদান-প্রদান করা যাবে। অর্থাৎ এক সময় নতুন প্রজন্ম জানবেই না কিভাবে মুখ দিয়ে কথা বলতে হয়।