আমাদের শরীরে হরমোনের প্রভাবে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ বৃদ্ধি হয়।ছেলেদের যে হরমোন চুল বৃদ্ধি জন্য কাজ করে মেয়েদের তার থেকে বেশি উৎপন্ন করে ও কাজ করে।ছেলে চুল ও বড় করা সম্ভব মেয়েদের মতো এত তারাতারি হবে না।চুল বৃদ্ধি জন্য যে হরমোন দায়ী তা মেয়ে থেকে কম উৎপন্ন হয়।রাখলে কোনো সমস্যা হবে ছেলেদের তবে যদি রাখতে চান রাখতে পারেন।