হেমানজিওমা আক্রান্ত শিশু!
হেমানজিওমা হচ্ছে এক ধরনের লাল জন্মদাগ যা শিশু জন্মের সাথে সাথে বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেখা দেয়। হেমানজিওমাকে টিউমারও বলা হয়। এগুলো রক্তনালী অস্বাভাবিক বিস্তারের ফলে হয়। হেমানজিওমা হলে দেহের বিভিন্ন অংশে রক্তের পিন্ড বা গুটি দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা ছাড়াই এই দেহে টিউমার মিশে যায়।