নিজের পাদের গন্ধ ভালো লাগলেও অন্যের পাদের গন্ধ ভালো লাগে না কেন?
এটা সম্পূর্ণটাই আপনার ব্রেইন কেমিস্ট্রির উপর নির্ভর করে। মানুষ এক দিনে ৫-১৫ বার পাদ দিয়ে থাকে। তার মানে আপনার মস্তিষ্ক অলরেডি আপনার পাদের গন্ধের সাথে খাপ খাইয়ে ফেলেছে। ফলে নিজের পাদের গন্ধের বেশিরভাগই মস্তিষ্ক ইগনোর করে।
কিন্তু অন্যের ক্ষেত্রে গন্ধ কিছুটা এক হলেও মস্তিষ্ক ইগনোর করে না। তাই তা নাকে গেলে ডিজগাস্টিং লাগে।
তবে একটা ট্রিভিয়া হল, নিজের পাদের গন্ধ অক্সিডেটিভ স্ট্রেস দূর করে।
তথ্যসূত্রঃ Menshealth.