আমার মনে হয় এটা কোনো সঙ্গায়িত প্রশ্নের মধ্যে পড়েনা।কারণ আমরা কখন বড়, ছোট বা বেশি,কম দেখি বা মনে করি যখন কোনো কিছু সাথে তুলনা করি।তাছাড়া কখনোই জানা সম্ভব না কোনটা বড় কোনটা ছোট।যখন কোন লাল আলো থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণালির সাথে তুলনা করব তখন লালের তরঙ্গ বর্ণালির দৈর্ঘ্য বেশি মনে হবে।আবার যখন তার থেকে বড় কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালির সাথে তুলনা করব তখন ছোট মনে হবে।আলো একগুচ্ছ ফোটনের সমষ্টি (কণা তত্ব অনুসারে)আবার আর আলো এক ধরণেন তরঙ্গ।আলো হলো তড়িৎ চৌম্বকীয় বর্ণালী।লাল আলোক বর্ণালির শক্তি সব থেকে কম তাই তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি দৃশ্যমান আলোর সীমার মধ্যে।
ধন্যবাদ।